প্রারম্ভিক উদ্দীপনা


উদ্দীপনামূলক পর্যায় (০৬মাস-১২ মাস)

শিশুর অর্জিত মাইলফলকসমূহ

  • বসতে, কিছু ধরে দাঁড়াতে পারবে,হামাগুঁড়ি দেওয়া শিখবে;
  • কিছু ধরে হাঁটবে, সাহায্য ছাড়া হাঁটতে পারবে;
  • নিকটবর্তী দুরত্বের কোন জিনিস ধরতে পারবে;
  • চোখ,নাক,কান,গলা,জিহ্বা ব্যবহার করতে পারবে এবং;
  • পেটের উপর ভর করে শোয়া ও ঝুলানো বস্তু ধরতে পারবে;
  • ছোট ছোট শব্দ বা ইশারা রপ্ত করে অন্যের মনযোগ আকর্ষণ করে নিজের মনের ভাব প্রকাশ করতে পারবে;
  • খুশি হলে হাসবে, দুঃখ পেলে কাঁদা, রাগ প্রকাশের সঠিক ভঙ্গিমা রপ্ত করতে ও প্রয়োগ করতেশিখবে।
  • চারপাশের সবকিছু অনুকরণ করবে ও নিজে অন্যের সাথে খেলাধুলায় অংশ নিবে ও উপভোগ করতে পারবে।
  • স্থির ও চলমান বস্তুর পার্থক্য বুঝবে, লুকায়িত বস্তুকে খুঁজে বের করতে সক্ষম হবে।