সাধারণ প্রশ্নবলী


শিশু ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্রের কর্মচারীদের বারবার জিজ্ঞাসিত কিছু সাধারন প্রশ্নাবলী

উত্তরঃ সকল কর্মজীবী মায়েদের শিশুদের ।
উত্তরঃ হ্যাঁ ,আমাদের কিছু কেন্দ্রে আসন ফাঁকা আছে। আপনি নিম্নোক্ত লিংকে দেখে নিতে পারেন আপনার কাংঙ্খিত কেন্দ্রটিতে আসন শূন্য আছে কিনা................................................
উত্তর: হ্যাঁ, আপনি নিম্নোক্ত লিংকে দেখে নিতে পারেন আপনার কাংঙ্খিত কেন্দ্রটিতে আসন শূন্য আছে কিনা।
উত্তরঃনা। তবে ধানমন্ডি, মতিঝিল, নির্বাচন কমিশন সচিবালয় ডে-কেয়ার সেন্টারে ভর্তি ফি বাবদ ২৫০ টাকা নেওয়া হয়।
উত্তরঃ ধানমন্ডি, মতিঝিল, নির্বাচন কমিশন সচিবালয় ডে-কেয়ার সেন্টারে মাসিক বেতন বাবদ ৫০০/- টাকা এবং অন্যান্য ১৭ টি সেন্টারে মাসিক বেতন বাবদ ৫০/- টাকা করে নেওয়া হয়।
উত্তরঃ সকাল ৮.০০ টা হতে সন্ধ্যা ৬.৩০ ঘটিকা পর্যন্ত শিশুকে সার্বক্ষনিক সেবা প্রদান করা হয়।
উত্তরঃ যেহেতু কেন্দ্রে প্রতিটি শিশুর জন্য খাবার রান্না করা হয় কাজেই শিশুর গ্রহণের সময়টি সুনির্দিষ্ট, তবে প্রস্থানের ক্ষেত্রে অভিভাবকগণ তাদের সুবিধামত সময়ে শিশুকে নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে সর্বশেষ সময়সুচী সন্ধ্যা ৬.০০ পর্যন্ত।

স্বাস্থ্য ও নিরাপত্তাঃ

উত্তরঃ পুষ্টিকর খাবার ও বিশুদ্ধ পানি প্রদান, বিশ্রামের উপযুক্ত পরিবেশ, পরিস্কার-পরিচ্ছন্নতা, শিশুর বয়স অনুযায়ী মানসিক স্বাস্থ্য পরীক্ষা এবং শারীরিক ওজন-উচ্চতা রেকর্ড ও পর্যবেক্ষণের মাধ্যমে শিশুর স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে থাকি।
উত্তরঃ আমাদের কেন্দ্রে রয়েছে শিশুদের উপযোগী বিশ্রাম কক্ষ ও উন্নতমানের ম্যাট্রেস ,বালিশ, মশারি, কম্বল।
উত্তর: সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী, সিসি ক্যামেরা, নিরাপদ ফটক, অগ্নিনির্বাপক যন্ত্র, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও দক্ষ জনবলের মাধ্যমে শিশুর নিরাপত্তার নিশ্চিত করে থাকি।
উত্তরঃ আমরা শিশু ভর্তির সময় অভিভাবকের নিকট জেনে নেই শিশুর বিশেষ কোন খাদ্যে বা শিশুর অ্যালার্জি জনিত কোন সমস্যা আছে কিনা এবং এজন্য কোন নির্দিষ্ট ঔষধ গ্রহন করে কিনা। এধরনের শিশুর ক্ষেত্রে আমরা মা-বাবার দেয়া দিক-নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। সংক্রামক রোগের ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট স্বাস্থ্য বিধি অনুসরণ করে থাকি।

খাদ্যওপুষ্টিঃ

উত্তর: হ্যাঁ, আমরা তিন বেলা প্রশিক্ষিত কুক দ্বারা পুষ্টি গুন বজায় রেখে রান্না করা সুষম খাবার দিয়ে থাকি।
উত্তরঃ প্রশিক্ষন প্রাপ্ত কুক , স্বাস্থ্য শিক্ষিকার তত্বাবধানে স্বাস্থ্য সম্মত পরিবেশে রান্না করে শিশুদের দিয়ে থাকি।
উত্তরঃ হ্যাঁ , আমরা আমাদের খাদ্য তালিকা এমনভাবেই নির্দিষ্ট করেছি যা সকল শিশুর জন্যই সহজ পাচ্য ও স্বাস্থ্যকর।
উত্তরঃ আমাদের রয়েছে অত্যাধুনিক ইলেকট্রিক পানি বিশুদ্ধকরন ফিল্টার।
উত্তরঃ আমাদের রয়েছে নিরিবিলি ব্রেস্ট ফিডিং কর্ণার।
উত্তরঃ হ্যাঁ, বুকের দুধ সংরক্ষনের জন্য রেফ্রিজারেটর রয়েছে। সকালে শিশুকে গ্রহনের সময় শিশুর নাম সম্বলিত ট্যাগ বোতলে লাগিয়ে রেফ্রিজারেটরের পৃথক চেম্বারে রাখা হয় এবং মায়েদের দেয়া দিক-নির্দেশনা অনুযায়ী শিশুকে খাওয়ানো হয়।

শিক্ষা ও খেলাধুলাঃ

উত্তরঃ আমাদের রয়েছে বয়স অনুযায়ী সুনির্দিষ্ট শিক্ষা কারিকুলাম, খেলাধুলা ও চিত্ত বিনোদনের ব্যবস্থা যা সুদক্ষ কর্মীদের দ্বারা পরিচালিত হয়।
উত্তরঃ আমাদের রয়েছে রকিং হর্স, স্টিলের দোলনা, বল’ সহাউস, ইয়োইয়ো ফিশ, রাইডিং বোট, স্লিপার ,ক্যারাম বোর্ড, বাস্কেট বল স্ট্যান্ড ও রঙ বেরং এর বয়স উপযোগী বিভিন্ন খেলনা।
উত্তরঃ আমাদের ইনডোর খেলাধুলার জন্য জায়গা রয়েছে কিন্তু আউট ডোর খেলার ব্যবস্থা আপাতত নেই।
উত্তরঃ হ্যাঁ, প্রতিদিন সকালে রুটিন মাফিক শিশুদের শরীর চর্চা করানো হয় এবং যোগ ব্যায়ামের ব্যবস্থা রয়েছে।
উত্তরঃ আমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত প্রাক-প্রাথমিক শিক্ষাক্রম-২০১১ এবং কানাডা, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের প্রাক- প্রারম্ভিক শিক্ষা-পদ্ধতি পযালোচনা করে একটি বয়স ভিত্তিক প্রারম্ভিক শিক্ষার কারিকুলাম তৈরি করেছি যেখানে শিশুর সর্বোত্তম বিকাশ কে প্রাধান্য দেয়া হয়েছে।
উত্তরঃ হ্যাঁ, বুকের দুধ সংরক্ষনের জন্য রেফ্রিজারেটর রয়েছে। সকালে শিশুকে গ্রহনের সময় শিশুর নাম সম্বলিত ট্যাগ বোতলে লাগিয়ে রেফ্রিজারেটরের পৃথক চেম্বারে রাখা হয় এবং মায়েদের দেয়া দিক-নির্দেশনা অনুযায়ী শিশুকে খাওয়ানো হয়।

সেবাপ্রদানকারী ও প্রশিক্ষিত জনবল

উত্তরঃ
কর্মচারী সাধারন শিক্ষার স্তর প্রশিক্ষণের বিষয়বস্তু
ডে-কেয়ার অফিসার মাস্টার্স ডে-কেয়ার সেন্টার পরিচালনা, শিশু ব্যবস্থাপনা, অফিস ব্যবস্থাপনা ও কম্পিউটার পরিচালনা।
স্বাস্থ্য শিক্ষিকা প্যারামেডিকেল অথবা নার্সিং ডিপ্লেমা শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বিষয়ক প্রশিক্ষণ।
শিক্ষিকা এইচএসসি পাশ ও কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন। শিশুর প্রারম্ভিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ।
আয়া অষ্টম শ্রেণী পাশ শিশুর প্রারম্ভিক বিকাশের বিভিন্ন পর্যায়ের যত্ন বিষয়ক প্রশিক্ষণ।
কুক অষ্টম শ্রেণী পাশ খাদ্যের পুষ্টিগুন বজায় রেখে রান্না বিষয়ক প্রশিক্ষন।
নিরাপত্তা প্রহরী অষ্টম শ্রেণী পাশ শিশুদের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ।
পরিচ্ছন্নতাকর্মী অষ্টম শ্রেণী পাশ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জীবানুমুক্ত পরিবেশ বিষয়ক প্রশিক্ষণ।
উত্তরঃ আমরা সপ্তাহের ০৫ দিন সেবা দিয়ে থাকি। এছাড়া ও সরকারি অন্যান্য ছুটির দিনগুলোতে আমাদের কেন্দ্রগুলো বন্ধ থাকে।
উত্তরঃ আমাদের রয়েছে একজন দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্য শিক্ষিকা যিনি নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য রাখেনঃ
  • তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত প্রদান
  • ইপিআই টিকাদান নিশ্চিতকরন
  • নিয়মিত শিশুদের মানসিক স্বাস্থ্য পযবেক্ষন ও পরীক্ষণ করে থাকেন।
  • শিশু বিশেষজ্ঞ ,মনোবিজ্ঞানী ও মনোচিকিৎসকদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে থাকেন।