প্রোগ্রাম অফিসার



আমি মোর্শেদা মমতাজ, প্রোগ্রাম অফিসার হিসেবে “২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন” প্রকল্পে ০৫/০৯/২০২১ খ্রি. হতে কর্মরত। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্যে দিয়ে রুপকল্প ২০৪১ এ বর্ণিত একটি সমৃদ্ধ ও উন্নত দেশের কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর জন্য আন্তর্জাতিক পরিমন্ডলে প্রতিযোগী সক্ষম ভবিষৎ প্রজন্ম তৈরীতে সহায়তা করবে।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়াধীন ‘গার্হস্থ্য অর্থনীতি’ কলেজে বিএসসি অনার্স ও এমএসসিতে অধ্যয়নকালে শিশুর যত্ন ও বিকাশ বিষয়ে পাঠ্য ছিল। সূত্রমতে প্রতিটি সন্মানিত মা-বাবাকে সু-বিনীত অনুরোধ ও পরামর্শ, ‘শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের’ প্রতি যত্নশীল হতে হবে।
ইতোমধ্যে আমি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে প্রোগ্রাম অফিসার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পদে কর্মকালীন সময় শিশু যত্নের উপর Child Care NGO কর্তৃক প্রশিক্ষণ গ্রহণ করেছি। সে প্রেক্ষিতে দিবাকালীন শিশু যত্নের মধ্যদিয়ে বুদ্ধিবৃত্তিক বিকাশ তরান্বিত করাসহ অনাগত ভবিষ্যৎ সহায়ক ও অসমান্য ভূমিকা প্রতিপালনে আমি অবিভূত।