শিশুর প্রাক-প্রারম্ভিক শিক্ষা গ্রহণের ফলে অর্জিত মাইলফলক সমূহ


 সামাজিক বিকাশ:

§  দলগত কাজ করার মানসিকতা তৈরি হবে;

§  প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে;

§  সুশৃঙ্খল হয়ে উঠবে।

 মানসিক বিকাশ:

§  অনুকরণ করতে শিখবে।

§  শিশুর পছন্দ -অপছন্দ  করার ক্ষমতা তৈরি হয়।

§  বন্ধু নির্বাচন করতে শিখবে।

 আবেগিক বিকাশ:

§  জড়তামুক্ত হবে ও আনন্দ লাভ করবে।

§  কল্পনা ও চিন্তাশক্তির বিকাশ ঘটবে;

§  সৃজনশীল হয়ে উঠবে।

 ভাষাগত বিকাশ:

§  নতুন শব্দ জানবে;

§  স্পষ্ট ও শ্রবণযোগ্যভাবে কথা বলতে পারবে।

§  শরীরের বিভিন্ন অঙ্গের নাম শুনে সাড়া দিতে শিখবে।

§  পরিচিত শব্দ সম্পর্কে জানবে।

 বুদ্ধিবৃত্তিক বিকাশ:

§  ধারাবাহিক কাজের দক্ষতা তৈরি হবে।

§  চিন্তাশক্তির বিকাশ হবে।

§  বিভিন্ন আকার-আকৃতি বুঝতে শিখবে।

§  বিভিন্ন বিষয়ের প্রতি মনোযোগ তৈরি হয়।