ক্যালরি চাহিদা
ক্যালরি চাহিদা:
১-২ বছর পর্যন্ত শিশুর দৈনিক ক্যালরির গড় চাহিদা ১০০০ কিলোক্যালরি। ১ বছর বয়সের পর প্রতি বছরের জন্য অতিরিক্ত ১০০ ক্যালরি করে বাড়িয়ে ৬ বছরের শিশুর দৈনন্দিন খাদ্য হতে ১৪০০ কিলোক্যালরি প্রয়োজন। প্রতিটি শিশুর দৈনিক ক্যালরির চাহিদা পূরণে পৃথক পৃথক খাদ্য গ্রুপ হতে শিশু উপযোগী সঠিক খাদ্য নির্বাচন করে খাদ্য তালিকা প্রস্তুত করা হয়।