আবেগ নিয়ন্ত্রণ
আবেগ নিয়ন্ত্রণ
এই বয়সী শিশুরা রাগ, দুঃখ, খুশি প্রকাশের সঠিক ভঙ্গিমা রপ্ত করতে ও প্রয়োগ করতে শিখবে, নিজের আরাম ও কষ্টবোধ বুঝবে, অন্যকেউ রাগ বা খুশি হলে তা বুঝতে পারবে, বাবা মার অনুপস্থিতিতে দুশ্চিন্তা ও দুঃখ প্রকাশ করবে, লজ্জা , ইতস্তত ও অপরাধবোধ প্রকাশ করতে পারবে, লক্ষ্য নির্ধারন করে কাজ করা শিখবে, নিজের পছন্দ - অপছ্ন্দ, সক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে ধীরে ধীরে ধারণা তৈরী হবে, আবেগ প্রকাশ করা শিখবে ইত্যাদি ।