কানের যত্ন


কানের যত্ন:

“প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম ”- কানের যত্নের ক্ষেত্রে এ প্রবাদটি শতভাগ কার্যকরী। শিশুর ভাষা শিক্ষা, বর্ণ জ্ঞান,বুদ্ধি বৃত্তির বিকাশ এবং সামাজিক যোগাযোগ রক্ষায় একটি শিশুর স্বাভাবিক শ্রবণশক্তি অপরিহার্য। শিশুর যাত্রাকালের শুরু থেকেই একজন দক্ষ স্বাস্থ্য শিক্ষিকা দ্বারা আমরা শিশুদের কানের যত্ন নিয়ে থাকি এবং কানের অবস্থা পর্যবেক্ষণ ও মূল্যায়ন করি।