জ্ঞানীয় বিকাশ
জ্ঞানীয় বিকাশ
এই বয়সী শিশুরা স্থির ও চলমান বস্থুর পার্থক্য বুঝবে,লুকায়িত বস্থুকে খুজে বের করতে সক্ষম হবে,সমস্যা সমাধানে অন্যের দৃষ্টি আর্কষনে সমর্থ হবে, পরিচিত মানুষের কণ্ঠসর চিনবে, অন্য প্রানীর আওয়াজ বুঝবে, খেলনার মধ্যে লুকায়িত বস্তুকে খুজে পেলে তার মধ্যে নতুন নতুন জিনিষ আবিষ্কারের আগ্রহ বাড়বে, কোন কাজে লক্ষ্যপূরণে বড়দের সাহায্য চাইবে, প্রিয় সঙ্গীর অনুপস্থিতি বুঝতে পারবে, স্ংখ্যার ধারণা তৈরী হবে, প্রতিভার বিকাশ হবে, দৈনন্দিন বিভিন্ন কাজের নিয়মসমূহ অনুশীলনের মাধ্যমে স্মৃতিশক্তি বৃদ্ধি ইত্যাদি ।