চিত্ত বিনোদন
চিত্ত বিনোদন
শিশুর মানসিক বিকাশকে ত্বরাণ্বিত করার অন্যতম উপাদান হল ছবি আঁকা, গান, নৃত্য, সঙ্গীত, চিত্রাঙ্কন, গল্প, টিভি দেখা ও খেলাধুলা । এর মাধ্যমে শিশু একদিকে যেমন সামাজিক হয়ে ওঠে, দেশীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে অন্যদিকে তাদের মেধা ও মননশীলতা আরো সুদৃঢ় হয়।
নাচ একটি উত্তম শারীরিক ব্যায়াম যা শিশুর শারীরিক বৃদ্ধির পাশাপাশি শিশুকে সুস্থ থাকতে সহায়তা করে। গান ও আবৃত্তির মাধ্যমে শিশু শুদ্ধভাবে উচ্চারণ আয়ত্ব করে এবং তার কথা বলার ভঙ্গি আরো শ্রুতিমধুর হয়। নাচ,গান ও আবৃত্তির মাধ্যমে শিশু বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে, ফলে শিশু সামাজিক হয়ে ওঠে, সংঘবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি হয় এবং ভবিষ্যতে নেতৃত্ব দেয়ার গুনাবলী অর্জন করে।
চিত্রাংকন বা ছবি আঁকা সবচেয়ে বেশি প্রভাব ফেলে শিশুর মনে। শিশুরা সবসময় নিজেদের মনের কথা গুছিয়ে বলতে পারেনা। বিশেষজ্ঞদের মতে, শৈশবে আঁকাআঁকির অভ্যাস গড়ে উঠলে এটি হতে পারে মনের ভাব প্রকাশের অন্যতম একটি মাধ্যম। মনোবিজ্ঞানিরা বলেন- শিশুর কচি মস্তিস্কে যত সৃজনশীল কাজ করবে, তার চিন্তা তত বেশি পরিষ্কার হবে।
বিস্তারিত জানতে ‘শিশুর শারীরিক বিকাশ ও শারীরিক ক্রিয়াকলাপের নির্দেশিকা’ এবং ‘শিশুর প্রাক-প্রারম্ভিক শিক্ষা পাঠ্যক্রম’ নির্দেশিকা ২০২১ ভিজিট করুন.........................