শিশুদের বয়সের শ্রেনীবিভাগ
শিশুদের বয়সের শ্রেনীবিভাগ
স্নায়ুবিজ্ঞানের শক্তিশালী বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে যে, গর্ভধারণ থেকে ছয় বছর পর্যন্ত মস্তিষ্ক বিকাশকে সংকটময়কাল কারণ এই সময়ে শিশু উভয় চোখের দৃষ্টি , আবেগ নিয়ন্ত্রন ,সাড়া প্রদান,সামজিকীকরন, ভাষার ব্যবহার, প্রতীক এবং আপেক্ষিক ধারনা দক্ষতা অর্জনে ভিত তৈরী করে। বৈজ্ঞানিক প্রমান আছে যে, প্রাথমিক সংবেদনশীল উদ্দীপনার গুনাগুন চিন্তা এবং শারীরিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রন করতে মস্তিষ্কের ক্ষমতাকে প্রভাবিত করে। শিশুর এসব সংকটময়কালকে অতিক্রম করে তাদের শারীরিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক, আবেগিক বা মানসিক বিকাশের সম্ভাবনা সর্বোত্তম উপায়ে অর্জন করা। শূণ্য থেকে ১২ মাস বয়স পর্যন্ত ৪টি সংকটময় কাল দেখা দিতে পারে। যেমন দৃষ্টিশক্তি, আবেগ নিয়ন্ত্রন, প্রতিক্রিয়া প্রকাশের অভ্যাসগত দিক ও ভাষার দক্ষতা বিকাশের ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে। শিশুরা যেন এসব বিকাশে বাধাগ্রস্ত না হয় সে বিষয়টি মাথায় রেখে আমাদের পরিকল্পিত পাঠ্যক্রম তৈরির প্রেক্ষিতে শিশুদের বয়সকে ৪টি ভাগে ভাগ করা হয়েছেঃ-
১। প্রারম্ভিক উদ্দীপনা পর্যায় (৬ - ১২ মাস)
২।প্রাক-প্রারম্ভিক শিখন পর্যায় (১২ মাস - ৩০ মাস)
৩। প্রারম্ভিক শিখন পর্যায় (৩০ মাস - ৪৮ মাস)
৪। প্রাক-প্রাথমিক শিখন পর্যায় (০৪ - ০৬ বছর)