সূক্ষ্ম ও বৃহৎ পেশী সঞ্চালন


সূক্ষ্ম বৃহৎ পেশী সঞ্চালন:

পেশী সঞ্চালনমূলক বিকাশ শিশুর জীবন বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক অঙ্গ সঞ্চালনে দক্ষতা পারদর্শিতা শিশুর মনে বিশ্বাস নিরাপত্তাবোধ সৃষ্টি করে শিশুর আবেগিক সামাজিক বিকাশ এই সঞ্চালনমূলক বিকাশ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয় উন্নত বলিষ্ঠ গঠনে এই বিকাশের প্রভাব খুব বেশি দৈহিক তৎপরতায় কমতি থাকলে শিশুর মধ্যে অক্ষমতার ভয় হীনমন্যতা জাগে তাই শিশু দিবাযত্ন কেন্দ্রে কর্মরত সেবা প্রদানকারীরা পেশী সঞ্চালনমূলক বিকাশে যথাযথ ভূমিকা পালন করে থাকেন

 

শিশুর ওজন ,উচ্চতা পেশী সঞ্চালনমূলক বিকাশ সম্পর্কে বিস্তারিত জানতে শিশুর শারীরিক বিকাশ শারীরিক ক্রিয়াকলাপের নির্দেশিকাঅংশটিতে ক্লিক করুন