ভূমি ভবন শিশু দিবাযত্ন কেন্দ্র

সকল অর্থনৈতিক কর্মকান্ডে নারীদের নিশ্চিন্তে কাজ করার সুযোগ সৃষ্টির লক্ষ্যে তাদের শিশুদের দিবাকালীন সেবা প্রদানের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র, ভূমি ভবন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই শিশু দিবাযত্ন কেন্দ্রে কর্মজীবী মায়েদের ০৪ মাস থেকে ০৬ বছর বয়সী শিশুদের পারিবারিক পরিবেশে নিরাপদ দিবাকালীন সেবা প্রদান করা হয়। শিশুদের বিভিন্ন বয়সগ্রুপ অনুযায়ী সুষম খাদ্য পরিবেশন, প্রাথমিক চিকিৎসাসহ টিকাদান, মনিটরিং, মুখ ও মুখ গহ্বর, চোখ, কান ও ত্বকের যত্ন এবং কৃমি নিয়ন্ত্রণমূলক সেবা প্রদান করা হয়। এছাড়া বয়স উপযোগী পরিকল্পিত পাঠ্যক্রম ও শিক্ষা উপকরণের ব্যবহার শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা রাখে।

যোগাযোগ

ভূমি ভবন (নীচ তলা) ৯৮, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী,সাতরাস্তা, তেজগাঁও, ঢাকা, ১২০৮

01810097502

vumivobondaycareoffice@gmail.com

ডে-কেয়ার স্টাফদের তালিকা

ক্রমিক নং ছবি নাম পদবি যোগদানের তারিখ ঠিকানা মোবাইল নাম্বার

গ্যালারী