ভাষাগত দক্ষতা ও মননশীলতা
ভাষাগত দক্ষতা ও মননশীলতা
শিশুর মানসিক বিকাশের আরেকটি গুরুত্বপূর্ণ স্তর হলো ভাষা ব্যবহার করার ক্ষমতা অর্জন করা। শিশুর ভাষা ব্যবহারে ক্ষমতার বিকাশে কয়েকটি স্তর লক্ষ্য করা যায়। যেমন- ৬ মাসের শিশু কয়েকটি বর্ণ উচ্চরণ করতে পারে। দু বছরের শিশু বয়স্কদের ব্যবহৃত শব্দ বলতে পারে। আবার তিন বছরের শিশু বেশ ভালোভাবেই কথা বলতে পারে। বয়স্কদের নানা বিষয়ে প্রশ্ন করে নিজরে কৌতূহল প্রবৃত্তির পরিচয় দিতে পারে। চার বছরে শিশু অর্নগল কথা বলতে পারে এবং সম্পূর্ণ বাক্য ব্যবহার করতে পারে। সয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশু জটিল বাক্য বলতে পারে প্রবাদের ব্যবস্থার করতে পারে এবং সুযোগমতো শব্দ নির্বাচন করে তার ব্যবহার করতে পারে। শিশু সাধারনত পাঁচ ছয় বছর বয়স থেকে পড়তে ও লিখতে শেখে । ছোট ছোট শব্দ বা ইশারা রপ্ত করে অন্যের মনোযোগ আকর্ষন করে নিজের মনের ভাব প্রকাশ করতে শিখবে, পরিবারের বাইরে লোকদের চিনবে, স্বাচ্ছন্দ্ বোধ করবে, কোলে যাবে, নিচে নেমে খেলতে পছন্দ করবে, পরিবেশের বিভিন্ন উপাদানের আকার আকৃতি ও রং সম্পর্কে ধারনা লাভ করবে, গল্প শুনতে আগ্রহী হবে, ছবিতে বা আয়নায় নিজের চেহারা দেখে চিনবে, আত্বপ্রত্যয়ী হবে ও নিজের গুরুত্ব বঝতে পারবে, নিজস্ব রুচিবোধ তৈরী হবে ,মনের ভাব প্রকাশে সক্ষম হবে , সহযোগী মনোভাব তৈরী হবে, সৃজনশীল কাজে অংশগ্রহনের মাধ্যমে নতুন নতুন জিনিসের প্রতি আগ্রহ তৈরী হবে ইত্যাদি।
শিশু দিবাযত্ন কেন্দ্রের কর্মকর্তা, শিক্ষিকা, স্বাস্থ্য শিক্ষিকা ,য্ত্নকারীরা নিরিঢ়ভাবে খেয়াল করবে ভর্তিকৃত শিশুর সঠিকভাবে মানসিক বিকাশের বিভিন্ন ধাপ ও মানসিক স্বাস্থ্য স্বাভাবিকভাবে অগ্রসর হচ্ছে কিনা ।
বিস্তারিত তথ্য জানতে ”মানসিক বিকাশ ও মানসিক স্বাস্হ্যসেবা নির্দেশিকা” তে ক্লিক করুন।