মানসিক স্বাস্থ্য


মানসিক স্বাস্থ্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতেমানসিক স্বাস্থ্যহলো একজন মানুষের সেই সক্ষমতা যা তাকে নিজের সঙ্গে তার চারপাশে থাকা অন্যান্যদের সঙ্গে যুক্ত হতে বা একাত্ম হতে সাহায্য করে, এই দক্ষতার জোরে মানুষ তার জীবনের নানাবিধ চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে সক্ষম হয়সে অনুযায়ী মানসিক স্বাস্থ্য এমন একটি অবস্থা যেখানে শিশু তার দক্ষতাগুলো উপলব্ধি করতে পারে, জীবনের স্বাভাবিক সমস্যাগুলোর সাথে খাপখাইয়ে নিতে পারে এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজে অবদান রাখতে সক্ষম হয়

 

থেকে বছর বয়সী শিশুদের জন্য নির্বাচিত ব্যাধি গুলোর চিত্র

 

     

বয়স (বছর)

 

ব্যাধি

             

সংস্পর্শ/সঙ্গ

           

ব্যাপক উন্নয়নমূলক ব্যাধি

           

বিপর্যয়কর আচরণ

           

মেজাজ বা উদ্বেগজনিত ব্যাধি

           

 

Source: Adapted from Child and Adolescent Mental Health Policies and Plans, Geneva, WHO 2005.

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মাস থেকে বছর বয়সী  শিশুদের সাধারনত যে মানসিক ব্যাধিগুলো দেখা যায় তা হলো :

 

·         সংস্পর্শজনিত ব্যাধি

·         ব্যাপকভাবে বিকাশজনিত ব্যাধি

·         বিপর্যয়কর আচরণ

·         উদ্বেগজনিত ব্যাধি

 

মস্তিষ্ক বিকাশের এই সময়কালকে এবং শিশুর মানসিক ব্যাধির ধরণকে আমরা গুরুত্ব সহকারে স্বীকৃতি দিয়েছি এবং সে অনুযায়ী শিশুর মানসিক বিকাশের নির্দেশিকা  তৈরী করেছি

 

শিশু দিবাযত্ন কেন্দ্রে শারীরিক বিকাশের সাথে সাথে  শিশুর মানসিক বিকাশের জন্য সর্বোচ্চ নজর দেওয়া হয় শিশুর মাস বয়স থেকে চোখের দৃষ্টি,আবেগ নিয়ন্ত্রণ, অভ্যাসগত সাড়া প্রদানের প্রবনতা শুরু হয় তাই বয়সে শিশুর মস্তিষ্কের বিকাশ অব্যাহত রাখতে দিবাযত্ন কেন্দ্রের দৈনন্দিন কার্যক্রমকে সে অনুসারেই সাজানো হয়ে থাকে পরিকল্পিত পাঠ্যক্রম, বাস্তবধর্মী খেলাধুলা, ভাষাগত দক্ষতা বৃদ্ধি, বিভিন্ন জাতীয় উৎসব উদযাপনের মাধ্যমে শিশুর মানসিক বিকাশের উৎকর্ষতা বৃদ্ধি করা হয় শিশু দিবাযত্ন কেন্দ্রে উদ্দীপনামূলক কাজের মাধ্যমে  ৬মাস হতে বছর বয়সী নিম্নলিখিত ক্ষেত্রগুলোকে ফোকাস করা হয়েছে।