শিশুর স্বাস্থ্য ও পুষ্টি


শিশুর স্বাস্থ্য পুষ্টি:

জাতিসংঘ শিশু অধিকার সনদে বলা হয়েছে, “শিশুর সুস্বাস্থ্যের জন্য পুষ্টি চাহিদা পূরণ করে শিশুর মানসম্মত জীবন নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম দায়িত্বআইসিডিডিআরবি-২০১৫ অনুযায়ী, বাংলাদেশে প্রায় . লক্ষ শিশু অপুষ্টির শিকার ০৫ বছরের কম বয়সী শিশু ৫২% রক্তস্বল্পতা, ৪১% শিশু বয়সের তুলনায় কম উচ্চতা (ষ্টান্টেড), ৩৬% শিশু বয়সের তুলনায় স্বল্প ওজন (ওয়াষ্টেড) এবং ১৬% শিশু অতিরিক্ত ওজন (ওভারওয়েট) এর মতো জটিল সমস্যায় ভুগছে এসব বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করে২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন প্রকল্পপ্রারম্ভিক শৈশবে শিশুর পুষ্টি সমস্যা দূরীকরণ, দৈহিক বৃদ্ধি, মস্তিষ্কের পূর্ণ বিকাশ স্বাস্থ্য সুরক্ষার জন্য বয়স অনুযায়ী খাদ্য পরিকল্পনা গ্রহন করেছে