শিশুর নিরাপত্তা সমূহ


শিশু দিবাযত্ন কেন্দ্রগুলিতে শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন নিম্নলিখিত কৌশলসমূহ অবলম্বন করা হয়:

 

. বৈদ্যুতিক সুইচ, সুইচ বোর্ড, প্লাগসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি শিশুদের কাছ থেকে নিরাপদ দূরত্বে রাখা হয়

. পরিষ্কারক, জীবানুনাশক দ্রব্যাদি এবং ঔষধ লেভেলযু্ক্ত পাত্রে শিশুদের কাছ থেকে নিরাপদ দূরত্বে সংরক্ষণ করা হয়

. শিশুর প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষায় ফাস্ট এইড বক্স ব্যবহার করা হয়

. জরুরী নির্গমণের পথটি চিহ্নিত ও সর্বদা পরিষ্কার রাখা হয় যাতে প্রয়োজনের সময় দ্রুততার সাথে বের হতে পারে

. শিশু গ্রহণ প্রস্থানের পথ সর্বদা পরিষ্কা নিরাপদ রাখা হয় যাতে বাধাহীন ভাবে চলাচল করা যায়

. দেয়াল,মেঝে, সিলিং ইত্যাদি সংস্কার করে শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি করা হয়

. বাথরুম পরিষ্কার জীবাণুমুক্ত রাখা হয় যাতে শিশুরা সুরক্ষিত থাকে

. শিশুর স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে আবর্জনাসমূহ নিরাপদ স্যানিটারি পদ্ধতিতে অপসারণ করা হয়

.  শিশুদের স্বাস্থ্য উপযোগী খেলনা অন্যান্য আসবাবপত্র দ্বারা শিশু দিবাযত্ন কেন্দ্র সজ্জিত করা হয়

১০. শিশুদের খেলনা ও শিশু দিবাযত্ন কেন্দ্রের আসবাবপত্র এমনভাবে নির্বাচন করা হয় যাতে শিশুরা আঘাত প্রাপ্ত না হয়

১১. যত্নকারীরা প্রারম্ভিক উদ্দীপনা পর্যায়, প্রাক প্রারম্ভিক শিখন পর্যায়, প্রারম্ভিক শিখন পর্যায় এবং প্রাক প্রাথমিক স্কুল পর্যায়ে শিশুদের সার্বক্ষণিক তত্ত্বাবধান করে থাকে

১২. যত্নকারীরা শিশুদের সাথে সর্বদা আনন্দ ঘন পরিবেশে থাকে

১৩. যেসকল শিশুরা বিমর্ষ, রাগান্বিত কিংবা আঘাতপ্রাপ্ত হবে যত্নকারীরা সেসব শিশুদের প্রতি আরও সহানুভূতিশীল থাকে

১৪. যত্নকারীরা অন্যান্য শিশু এবং বড়দের প্রতি পারস্পরিক সম্মান প্রদর্শণে শিশুদেরকে উৎসাহ দেয়

১৫. ডায়াপার পরিবর্তনের স্থানটি রান্নাঘর এবং খাবার পরিবেশনের স্থান হতে দূরবর্তী স্থানে ব্যবস্থা রাখা হয়েছে

১৬. মাতৃদুগ্ধ লেবেলযুক্ত বোতলে রেফ্রিজারেটরে যথাযথ পদ্ধতিতে সংরক্ষণ করা হয় এবং যত্নকর্মীরা শিশুদেরকে যত্ন সহকারে খাওয়ায়

১৭. নিয়মিত শিশুদের খেলনা জীবাণুমুক্ত করে ব্যবহার করা হয়

১৮. শিশুদের বয়স উপযোগী খেলনা সরবরাহ করা হয়

বিস্তারিত জানতে শিশু অধিকার সনদ প্রতিপালন নির্দেশিকা কোভিড-১৯ সহ সকল সংক্রমণ প্রতিরোধ নির্দেশিকা-২০২১ ভিজিট করুন.............